আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না, দলটির পক্ষ থেকে এ বিষয়ে বিকেলের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, আসন ও নির্বাচনের অংশগ্রহণের বিষয়ে সবকিছু বিকেলে জানানো হবে। তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলোচনা চলছে।
নির্বাচন করবো কি করবো না তা আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার বলেও মন্তব্য করেন চুন্নু।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিত থাকার কথা ছিল। এ নিয়ে চুন্নু বলেন, চেয়ারম্যানের অনুমতিতেই তিনি সংবাদ সম্মেলন করছেন।
এর আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন জিএম কাদের। সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করছেন দলের নেতারা। কাঙ্খিত আসন না পাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে দলে।
গুঞ্জন রয়েছে, জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে আওয়ামী লীগ কয়েকটি আসন ছাড়তে চাইলেও তাতে সন্তুষ্ট নয় তারা।
এসএ/দীপ্ত নিউজ