জাপানের সম্রাট নারুহিতোর ৬৫তম জন্মদিন উপলক্ষে ঢাকায় এক বর্ণাঢ্য জাতীয় দিবস রিসেপশনের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার সরকারি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় ও টেক্সটাইল এবং পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশীর উদ্দিন। রিসেপশনে বাংলাদেশ সরকার, কূটনৈতিক কর্পস, স্থানীয় ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রায় ৩০০ জন বিশিষ্ট অতিথি অংশ নেন।
রাষ্ট্রদূত সাইদা তার বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটি নতুন সরকার প্রতিষ্ঠায় সমর্থন দেয়ার এবং ‘কৌশলগত অংশীদারিত্ব’–এর অধীনে জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।
রিসেপশনে বাংলাদেশে অবস্থিত জাপানি কোম্পানি ও সংস্থাগুলি তাদের কার্যক্রম উপস্থাপনের জন্য স্টল স্থাপন করে।
এছাড়াও, উপস্থিত অতিথিদের সামনেই জাপানি স্ক্যালপ রান্না করে পরিবেশন করা হয়। রাষ্ট্রদূত সাইদা বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীর উদ্দিনকে ওসাকা–কানসাই এক্সপোর অফিসিয়াল ক্যারেক্টার ‘মায়াকুমায়াকু‘-এর একটি মাসকট উপহার দেন।
ওসাকা–কানসাই এক্সপো প্রচারের জন্য একটি বিশেষ স্টলও স্থাপন করা হয়।