১০৪
জাপানে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানার পরপরই সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। বেলা ১১টার দিকে জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থার সতর্কতা অনুসারে, ইজু দ্বীপ ও চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা সুনামি সতর্কতার আওতায় রয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এসএ/দীপ্ত নিউজ