জাপানের ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।
এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দেশটির ইশিকাওয়া প্রিফেকচারে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ভূমিকম্পটিকে ‘২০২৪ নোটো পেনিনসুলা ভূমিকম্প‘ নামে নামকরণ করেছে। ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় সেলফ ডিফেন্স বাহিনী পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
২০১৮ সাল থেকে নোটো উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত বছর জাপান সরকারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন: জাপান দূতাবাসে পুরষ্কার বিতরণী
এসএ/দীপ্ত নিউজ