জাপানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের কাছে ১০ আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে।
ইউএইচ–সিক্সটি ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি সেনা পরিবহনের জন্য ব্যবহৃত হয় বলে জানিয়েছেন জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স জিএসডিএফের প্রধান।
তিনি বলেন, হেলিকপ্টারটি একটি বায়বীয় পরিদর্শন মিশনের সময় মিয়াকোজিমার চারপাশে পানিতে টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ জন আরোহীর কেউ বেঁচে আছেন কি–না, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্স–এর প্রধান ইয়াসুনোরি মরিশিতা বলেছেন, বৃহস্পতিবার দুপুরে রাডার থেকে ইউএইচ–৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার হারিয়ে যায়।
জাপানের একটি সংবাদমাধ্যম বলেছে, জাপানের কোস্ট গার্ডের জাহাজ তেল শনাক্ত করেছে, যা নিখোঁজ হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন।
মরিশিতা বলেছেন, হেলিকপ্টারটি আঞ্চলিক সামরিক কুমামোতে মোতায়েন করা করা হয়েছিল। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারে অভিযান চলছে।
অনু/দীপ্ত সংবাদ