ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালকে।
দল ঘোষণা ইস্যু নিয়ে চারিদিকে নানান গুঞ্জন ছড়াতে থাকে। তবে বুধবার এক ভিডিও বার্তায় সবকিছু খোলাসা করেন তামিম ইকবাল।
তামিম অভিযোগ করেন, বিসিবির কোনো এক শীর্ষ কর্তার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তিনি নাকি তামিমকে আফগানিস্তান ম্যাচে খেলতে নিষেধ করেন। যদি খেলেও তাহলে ওপেনিংয়ের পরিবর্তে আফগানিস্তান ম্যাচে নিচের দিকে ব্যাট করতে হবে। ওই কর্মকর্তার কাছ থেকে এমন অদ্ভুত প্রস্তাব পেয়েই নাকি উত্তেজিত হয়ে যান তামিম। সেই সঙ্গে বিশ্বকাপের দলে না রাখার অনুরোধ করেন।
অবশেষে ভারতীয় শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ওই কর্তার নাম। তিনি আর কেউ নন, খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জালাল ইউনুস। টিম ডিরেক্টর রয়েছেন খালেদ মাহমুদ সুজন। তারা প্রত্যেকে প্রভাবশালী। তবে একাধিক সংবাদমাধ্যমের খবর, তামিমকে ফোন করেছিলেন পাপন।
আল / দীপ্ত সংবাদ