জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ মার্চ এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
এর আগে বেলা ১১টায় সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠকের পরই তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। যাচাইবাছাই চলবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়পত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হবে ২২ ফেব্রুয়ারি। আর নিষ্পত্তি চলবে ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনলেন অপু বিশ্বাস
নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে।
প্রসঙ্গত, জাতীয় সংসদে ৩০০ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ সংসদ নির্বাচনে বিজয়ীদের অনুপাতিক হার অনুযায়ী সংরক্ষিত নারী আসন বরাদ্ধ হয়ে থাকে।
এই হিসাবে এবারের সংসদে ২৯৯ আসনের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ আওয়াম লীগ ও স্বতন্ত্র প্রার্থী মিলে জোট করে এবং জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবে। জাতীয় পার্টি পাবে ২টি আসন। আর আওয়ামী লীগ পাবে ৪৮টি আসন।
এসএ/দীপ্ত নিউজ