সংসদের চট্টগ্রাম–৮ শূণ্য আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১২ টায় নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর এখন চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সামগ্রী পৌছাঁনোর কাজ।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে দুপুর থেকে বিতরণ করা হচ্ছে ভোট গ্রহণের সামগ্রী। সেখান থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চলে যাচ্ছেন স্ব স্ব কেন্দ্রে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, যেখানে মোট ১৯০ টি কেন্দ্রে ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটারের ভোট দেয়ার কথা রয়েছে। সব গুলো কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমএ।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় নোমান আল মাহমুদ, চেয়ার মার্কা নিয়ে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, মোমবাতি মার্কায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ, আম মার্কা নিয়ে এনপিপির কামাল পাশা ও একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের শরিক দল জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে ২০১৯ সালে এই আসনটি এর আগেও একবার শূণ্য হয়েছিলো। পরে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা নির্বাচিত হলেও গত ৫ ফেব্রুয়ারী আবারো আসনটি শূণ্য হয়।
এবারের উপ নির্বাচন উৎসবমুখর হবে বলে আশা করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানায়েছেন কর্মকর্তাদের।
অনু/দীপ্ত সংবাদ