শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরে চারাগাছ বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দোয়া মাহফিল ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ চারা গাছ বিতরন করা হয়েছে।

বুধবার (৩০ আগষ্ট) বিকালে দি জামালপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজনে চেম্বার ভবনের মিলনায়তনে জেসিসিআই এর সহ সভাপতি রঞ্জন কুমার সিংহের সভাপতিত্বে, পরিচালক ইকরামুল হক নবীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিসিআই সভাপতি ও এফবিসিসিআই পরিচালক মো: রেজাউল করিম রেজনু সিআইপি

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগষ্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্ক জনক অধ্যায়। স্বাধীনতার পরে ভঙ্গুর বাংলাদেশের হাল ধরেছিলেন বঙ্গবন্ধু। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ করে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুযোগ করে দিয়েছেন।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ ই আগস্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ১০০ জন দুঃস্থ মানুষকে নগদ অর্থ সহায়তা ও উচ্চ ফলনশীল আম গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন জামালপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক এস এম হোসাইন কবীর শাহীন, পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি,পরিচালক আব্দুল আহাদ স্বাধীন, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, চেম্বার অব কমার্স এর পরিচালক রকিবুল করিম, দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ।

 

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More