শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ ফেব্রুয়ারি) বনানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মাঝে রাত ৮টায় তিনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
এর মধ্যেই গেমসের মাঠের লড়াই শুরু হয়ে গেছে। ২৫ ফেব্রুয়ারি ভলিবল ও দাবা শুরু হয়েছে। গেমসের প্রথম পদকেরও নিষ্পত্তি হয়ে গেছে এদিন। দিনব্যাপী র্যাপিড দাবায় ছেলেদের মধ্যে ঢাকার মনন রেজা ও মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের অমনিয়া বিনতে ইউসুফ। মনন দাবায় পরিচিত হলেও নতুন মুখ অমনিয়া। দাবায় মোট ছয়টি সোনার নিষ্পত্তি হবে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) হবে ব্লিটজ ইভেন্টের খেলা। সাত রাউন্ড স্ট্যান্ডার্ড দাবা হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। ভলিবলে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) পল্টন ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ছেলে-মেয়েদের দুই গ্রুপেই জয় পেয়েছে রংপুর বিভাগ। ছেলেদের গ্রুপে তারা হারিয়েছে খুলনাকে এবং রংপুরের মেয়েরা জয় পান ঢাকার বিপক্ষে। এছাড়া ছেলেদের গ্রুপে রাজশাহী বরিশালকে এবং ঢাকা হারিয়েছে ময়মনসিংহকে। মেয়েদের গ্রুপে রংপুর ছাড়াও জয় পেয়েছে চট্টগ্রাম ও খুলনা। চট্টগ্রাম ময়মনসিংহকে ও খুলনা হারায় বরিশালকে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর ফুটবল, হকিসহ আরো পাঁচটি ডিসিপ্লিনের খেলা পুরোদমে শুরু হবে। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে আজ হ্যান্ডবলও শুরু হচ্ছে ছেলে-মেয়েদের দুই গ্রুপে। সব ইভেন্ট মিলিয়ে মোট ৭০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
এমি/দীপ্ত