গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ, ডাক্তার সাকিব সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চলতি বছরে মোট ৬৯ টি ইউনিয়ন, ২৩৭টি ওয়ার্ড ও ১৫ টি পৌর ওয়ার্ডে ১৩৮৪৫৮৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ৩৪৩২ জন স্বেচ্ছাসেবী এই সেবা প্রদান করবেন।
আগামী ১৮ জুন ২০২৩ থেকে কার্যক্রম শুরু করা হবে।
আফ/দীপ্ত নিউজ