বিজ্ঞাপন
বুধবার, জুলাই ৩০, ২০২৫
বুধবার, জুলাই ৩০, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’র আবেদন শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৪ সালের জুলাইআগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগকে চিরভাস্বর করে রাখতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তিচালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিনজন শিক্ষার্থীর হাতে এ শিক্ষাবৃত্তি তুলে দেয়ার মাধ্যমে ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন।

২০২৪ সালের জুলাইআগস্ট গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজসমূহের নিয়মিত শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এগুলো হচ্ছে. বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিক্ষার্থী এবং ২. আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী।

শিক্ষাবৃত্তির নিয়মাবলী অনুসরণ করে আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের National University College Portal (http://collegeportal.nu.ac.bd)-এ প্রবেশ করে College Login করার পর শিক্ষাবৃত্তি তথ্যছকলিংকে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে।

এবার যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তারা হলেনস্নাতকপাস: দ্বিতীয় বর্ষ (২০২১২২ ও ২০২২২৩ শিক্ষাবর্ষ) এবং তৃতীয় বর্ষ (২০২০২১ শিক্ষাবর্ষ)। স্নাতকসম্মান: দ্বিতীয় বর্ষ (২০২২২৩ শিক্ষাবর্ষ), তৃতীয় বর্ষ (২০২১২২ শিক্ষাবর্ষ) এবং চতুর্থ বর্ষ (২০২০২১ শিক্ষাবর্ষ, তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে)। মাস্টার্স প্রিলিমিনারি: ২০২০২১ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর: ২০২২২৩ শিক্ষাবর্ষ (অনার্সের চূড়ান্ত ফলাফল গ্রহণ করা হবে)

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More