বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন ২০২৬ এর আনুষ্ঠানিক প্রচারণা আজ রবিবার (২ নভেম্বর) থেকে শুরু হলো।
প্রথম টিজারেই ভোটারদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গুমের শিকার ও আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবাইল বিন রফিক। তিনি দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশ নিতে অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিজারটি প্রকাশের তথ্য জানানো হয়।
প্রকাশিত টিজারের শুরুতে দেখানো হয়েছে, আওয়ামীলীগের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে যেটা বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার, আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি।‘
টিজারে এরপর রাখা হয় গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিকের আহ্বান। যেখানে তাকে বলতে দেখা যায়, সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬। দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।