বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

জাতীয় নির্বাচন: কুমিল্লা ও চাঁদপুরে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কুমিল্লা ও চাঁদপুরে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ৭৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ, পিএসসি।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীন কুমিল্লা ব্যাটালিয়ন কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

অধিনায়ক আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে ২৯ জানুয়ারি থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভোটকেন্দ্রসমূহে রেকি কার্যক্রম শুরু হয়ে ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে ২টি করে প্লাটুন এবং ঝুঁকিপূর্ণ উপজেলায় ৩টি করে প্লাটুন মোতায়েন করা হবে। মোট ২২টি উপজেলায় ২২টি বেইজ ক্যাম্পে সর্বমোট ৪৭টি প্লাটুনসহ ৭৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচন চলাকালে সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং সেল চালু থাকবে এবং প্রতিটি প্লাটুনে বডি ওয়ার্ন ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনপূর্ব সময়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শাকিল মোল্লা

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More