দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে এ ম্যাচের জন্য শিগগিরই ঘোষণা হবে প্রাথমিক স্কোয়াড।
তবে জামাল ভূঁইয়াকে রাখা হবে কিনা, তা জানাননি বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ, হ্যাভিয়ের ক্যাবরেরা।
প্রধান কোচ বলেন, মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে আমি বাংলাদেশের কোচ হিসেবে কাজ শুরু করি। আবারো তাদের বিপক্ষে খেলা। গেলো একবছর তারা কোনো ম্যাচ খেলেনি। আমরা খেলেছি, যা আমাদের এগিয়ে রাখবে।
দলে সুযোগ পেতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। এরই মধ্যে বাংলাদেশী পাসপোর্ট পেয়েছেন তিনি।
হামজা প্রসঙ্গে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, নিজ দেশে খেলতে সবাই চায়। কিন্তু হামজা এখানে কতোটা নিজের সেরাটা দিতে পারবে তা গুরুত্বপূর্ণ। জামালের পারফম্যান্স আগের মতো নেই, হামজার মতো খেলোয়াড় পাওয়া দলের জন্য ভালো।
উল্লেখ্য, ফিফা র্যাংকিংয়ে মালদ্বীপ আছে ১৬৩তম স্থানে।
প্রসঙ্গত, আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত চার নম্বর পটে আছে বাংলাদেশ। ডিসেম্বরে হবে ড্র। তখনও যদি একই পটে থাকে তাহলে গ্রুপে থাকা বাকি তিনটি দল বাংলাদেশের জন্য হবে কঠিন প্রতিপক্ষ।
মোহাম্মদ হাসিব/এসএ