মার্চের শেষ সপ্তাহে সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২৭ জনের এ দলের অন্যতম নতুন মুখ আবাহনীর ডিফেন্ডার আলমগীর মোল্লা।
আলমগীর মোল্লা কিভাবে ফুটবলে এলেন?
জানা গেছে, প্রথম কালীগঞ্জ ফুটবল একাডেমিতে হাতেখড়ি আলমগীর মোল্লার। এরপর ২০১৯ সালে পেশাদার ফুটবল লীগে যাত্রা শুরু। এরপর ২০২২ মৌসুমে ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামেন। সর্বশেষ ২০২৩ মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলছেন তিনি। বর্তমানের দলের সাথে কন্ডিশন ক্যাম্পে সৌদি আরবে অবস্থান করছেন এই লেফ্ট উইং ব্যাক।
দুই ভাইয়ের মধ্যে ছোট আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ম ও সংস্কৃতি বিভাগের শেষ বর্ষের ছাত্র।
সৌদি আরব থেকে এক ভিডিও বার্তায় জাতীয় দলের নতুন মুখ আলমগীর বলেন, এই প্রথম তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে ২০১৭–১৮ তে অনুর্ধ্ব–২৩ জাতীয় দলের ক্যাম্প করার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে কন্ডিশন ক্যাম্প হচ্ছে। এছাড়াও দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিজেদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করছেন তারা।
আলমগীর মোল্লার বাবা মিরাজুল হক বলেন, একজন বাবা হিসেবে আমি গর্বিত। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আলমগীর যেন দেশের হয়ে নিজের সেরাটা দিতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এমি/দীপ্ত