পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা। তাতে শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তার মধ্যে অন্তত ১০ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড। তাদের কাছ থেকে জানা গেছে, গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। রাট ৮টার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। পুরোপুরি সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।
তবে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড।
এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিকেল ৫টা ৪৫ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে সমগ্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে।
আল