বাংলা সাল অনুযায়ী আজ ১২ ভাদ্র ১৪৩২, বুধবার; জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) তিনি ঢাকায় ইন্তেকাল করেন। বিদ্রোহী কবি, সাম্যের কবি ও মানবতার কবি হিসেবে তিনি সমগ্র বাঙালি জাতির চেতনায় অনন্তকাল প্রেরণার উৎস হয়ে আছেন।
জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কবি নজরুল ইনস্টিটিউট এদিন ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, হামদ–নাত পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বাংলা একাডেমি কবির কবরে শ্রদ্ধা নিবেদন, একক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে।
এছাড়া রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সংগঠন কবিকে স্মরণ করে কবিতা পাঠ, নজরুলসংগীত পরিবেশনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। টেলিভিশন চ্যানেল ও বেতারে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, নাট্যকার ও সাংবাদিক ছিলেন। শোষণ–বঞ্চনার বিরুদ্ধে তার অগ্নিঝরা কবিতা ও গান মানুষকে জাগ্রত করেছে। সাম্য, মানবতা ও প্রেম তার সাহিত্যকর্মের মূল উপজীব্য।