জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল। কোনো মেজরের বাঁশির ফুতে এদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (২৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আ.লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, আ.লীগ নেতারা পালিয়ে গেলে যুদ্ধটা করেছিল কে?। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করায় বিএনপির বড়াই করার কিছু নেই। জিয়াউর রহমান সেই সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিল। মানুষের অধিকার ক্ষুণ্ন করেই ক্ষমতা দখল করেছিলেন তিনি।
বিএনপির ভারতীয় পণ্য বর্জন ডাকের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দলটির (বিএনপি) নেতারা বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ালে ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি বিশ্বাস হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, যে নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন করবেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে, আমি জানি। ঈদের আগে দেখতাম বিএনপির মন্ত্রীদের বউয়েরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত।’
সরকারপ্রধান বলেন, এ দেশের মানুষ ছিল শোষিত বঞ্চিত। সেই জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে বিজয় এনে দেওয়া একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্বদানকারীর জন্য সম্ভব।
এসএ/দীপ্ত সংবাদ