মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

জাতিকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) . এম. এম. নাসির উদ্দিন। এর জন্য সর্বস্তরের জনগণ, গণমাধ্যম ও রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভার বক্তব্যে তিনি একথা জানান। সভায় সাবেক নির্বাচন কর্মকর্তা হিসেবে ১০ জন বিশেষজ্ঞ অংশ নেন।

সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ আসছে। একদিকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, অন্যদিকে বিশেষ পরিস্থিতিতে একটি বিশেষ ধরণের সরকারের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে। তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে এই নির্বাচনকে আমি জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। দেশের জন্য কিছু করতে চাই।

তিনি বলেন, ইসির একার পক্ষে স্বচ্ছ নির্বাচন আয়োজন সম্ভব নয়। এজন্য গণমাধ্যম ও জনগণের সহযোগিতা অপরিহার্য। আমরা চাই আয়নার মতো পরিষ্কার একটি নির্বাচন, যাতে বিশ্ববাসী বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া দেখে আস্থা পায়, বলেন সিইসি।

মতবিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা কারচুপি প্রতিরোধে কারিগরি পরামর্শ দেন এবং মাঠপর্যায়ে ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সংলাপের দ্বিতীয় পর্বে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। এর আগে সোমবার (৬ অক্টোবর) প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে কমিশন।

ইসি জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরামর্শ গ্রহণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More