এখনো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। শুরুতে হল সংসদের ভোট গণনা করা হচ্ছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬ট পর্যন্ত ১৯টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এখন চলছে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনা আর অবশিষ্ট রয়েছে প্রীতিলতা হল সংসদের ভোট গণনা।
জাকসু নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশন সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম আজ সকালে জানিয়েছিলেন, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারবেন তাঁরা।
এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।
এসএ