ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস, জলোচ্ছ্বাসে জেলার নিম্নস্থানে পানি ঢুকে পড়ে। এতে গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটিগুলো ভেঙে এখনো অনেক উপজেলা বিদ্যুৎ বিছিন্ন রয়েছে।
এদিকে পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা শতাধিক মাছের ঘের ও পুকুর তলিয়ে যায়। ঘের ও পুকুর থেকে মাছ বের হয়ে যায়। সেই মাছ ধরতে খালে ও বিলে জাল ফেলছেন শিকারিরা।
এছাড়া রেমালের প্রভাবে অতিরিক্ত ১০ থেকে ১২ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষজনের বসতঘর।
রেমালের কারণে ঝড়ো হাওয়ায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ এর খুটি ভেঙে গেছে। এছাড়া অনেক জায়গায় গাছ পরে বিদ্যুৎ লাইন ছিড়ে গেছে।