নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, গত তিন দিনের বৃষ্টিতে ডিএনডি বাঁধের ভিতরে বসবাসকারী ৩০ লাখ মানুষ জলাবদ্ধতার কারনে পানি বন্দি হয়ে আছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়িত না হলে এবং ডিসেম্বরের পরেও যদি ডিএনডি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় তবে এই খালের নোংরা পানিতে নেমে অবস্থান নিব। আমার সেনাবাহিনীর ভাইয়েরাও জলাবদ্ধতা নিরসন না হওয়া পর্যন্ত আমাকে পানি থেকে তুলতে পারবে না।
রবিবার (২ জুলাই) দুপুর ২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় শিমরাইল পাম্প স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি তার নির্বাচনী এলাকার জলাবদ্ধতা রয়েছে এমন বেশ কযেকটি এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন।
শিমরাইল পাম্প স্টেশনের কর্মকর্তাদের হুঁশিয়ার করে বলেন, রাতের মধ্যে জমে থাকা পানি অপসারণ করতে হবে। আমি আশা রাখি ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। গতকাল রাতে পানিসম্পদ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে আস্বস্ত করেছেন এবং কিছুদিন সময় চেয়েছেন।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কাছে অনুরোধ যেন অতিশিঘ্রই সিদ্ধিরগঞ্জের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঠিক করে। এই এলাকার পানি যেন সরাসরি ডিএনডি খালে যায়। তবে আমাদের চেষ্টার সুফর এই এলাকার মানুষ ভোগ করতে পারবে।
ডিএনডি প্রজেক্টের পরিচালক বলেন, প্রজেক্টের সম্পুন্ন কাজ শেষ করেতে আগামী জুন মাস পর্যন্ত সময় চাওয়া হয়েছে। তবে প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে।
গৌতম সাহা/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ