বহুল প্রতীক্ষিত ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইতোমধ্যে দেশটিতে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভার্মন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর রিপাবলিকান দল থেকে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে কে বিজয়ী হবেন তা নিয়ে পুরো বিশ্ব চিন্তায় মগ্ন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হচ্ছেন তার ভবিষ্যদ্বাণী করেছেন থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানার এক শিশু জলহস্তী।
এনডিটিভি‘র এক প্রতিবেদনে বলা হয়েছে– থাইল্যান্ডের মহাতারকা খ্যাত শিশু জলহস্তী মু ডেং ভবিষ্যদ্বাণী করেছে ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন।
ট্রাম্পের বিষয়ে করা ভবিষ্যদ্বাণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী শিশু জলহস্তী মু ডেংকে দু’টি ফলের ঝুড়ি দেয়া হয়। এর একটিতে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ও অপরটিতে ডেমোক্রেট দলীয় কমলা হ্যারিসের নাম লেখা রয়েছে। এর মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং।
এসএ