বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর কৃষি প্রকৌশল ইউনিটের আয়োজনে গাঙ্গীয় ব–দ্বীপের লবণাক্ত উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা: প্রমাণক এবং ভবিষ্যৎ কর্মপন্থা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ACIAR, Australia এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে বিএআরসি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (গবেষণা) জনাব মোঃ জোবায়ের হোসেন বাবলু।
বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, কেজিএফ–এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের মিশন উপ–প্রধান মি. ক্লিন্টন পোবকি, ACIAR দক্ষিণ এশিয়া–এর আঞ্চলিক ব্যবস্থাপক ড. প্রতিভা সিং।
কর্মশালায় প্রকল্পের সংক্ষিপ্তসার ও মূল বিষয়বস্তু উপস্থাপন করবেন CSIRO, Canberra, Australia এর প্রধান গবেষণা বিজ্ঞানী ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মাঈনুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ বক্তীয়ার হোসেন।
কর্মশালার উদ্বোধনী পর্ব শেষে কারিগরি সেশনে শস্য, পানি ও পশুপালন বিষয়ে অধ্যাপক ড. এম এ হামিদ; মৎস্য বিষয়ে অধ্যাপক ড. কাইজার আহমেদ সুমন এবং পানি, মানবস্বাস্থ্য ও জীবিকা বিষয়ে ড. আব্দুল্লাহ আল–আমিন ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন এবং এ বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রকল্প বাস্তবায়নকারী ও নার্সভূক্ত প্রতিষ্ঠান, ডিএই, বিএডিসি, সংশ্লিষ্ট সরকারী–বেসরকারী সংস্থা ও বিশ্ববিদ্যালয়সহ উপকূলীয় এলাকায় কৃষি উন্নয়নে কাজ করে এরুপ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার CSIRO ও Murdoc University; বাংলাদেশের বিএআরসি, বিএআরআই, বিআরআরআই ও সুশীলন এবং ভারতের ICAR-CSSRI, BCKV, RMVERI ও TSRD এর সমন্বয়ে দেশের উপকূলীয় অঞ্চলে পানি ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে পরিবর্তিত জলবায়ুতে জমির উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধিসহ কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫ বছর ব্যাপী (২০২১–২০২৬) গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষণার চূড়ান্ত ফলাফলসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অংশীজনের মাঝে উপস্থাপনের লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
আকাশ/এসএ