আগামীর প্রাকৃতিক দুর্যোগ এড়াতে বড় অর্থনীতির দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে “জলবায়ু ন্যায্যতা প্রদান: ত্বরান্বিত উচ্চাকাংখা এবং অভিযোজন ও সবার জন্য প্রাথমিক সতর্কবার্তা বাস্তবায়ন” শীর্ষক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা প্রমাণ করে অভিযোজন ও আগাম সতর্কতায় বিনিয়োগ করা সঠিক। তাঁর আশা, উন্নয়ন সহযোগীরা জলবায়ু ন্যায্যতা প্রদানের জন্য এই সুযোগগুলোকে কাজে লাগাবে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দুর্বল দেশগুলোর সঙ্গে তার দক্ষতা বিনিময় করতে আগ্রহী। সবার জন্য প্রাথমিক সতর্কতা এমডিবি এবং আইএফআই‘কে এই ধরনের প্রচেষ্টায় যোগ দিতে উৎসাহিত করতে সক্ষম হবে।
এসএ/দীপ্ত নিউজ