জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ৫২৩ মিলিয়ন মার্কিন ডলারের লস এন্ড ড্যামেজ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৫টি বড় দেশ।
তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বিশ্বব্যাংক।
তবে এ তহবিল থেকে বাংলাদেশসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশ শর্তহীনভাবে সহায়তা পাবে কি–না কিংবা কোন প্রক্রিয়ায় পাবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।
এদিকে, নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে জীবাশ্ম জ্বালানির মাধ্যমে কার্বন ডাই–অক্সাইডের নিঃসরণ অব্যাহত থাকলে আগামী ৭ বছরের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমারেখা ছাড়িয়ে যেতে পারে।
বিজ্ঞানীরা জাতিসংঘের জলবায়ুবিষয়ক কপ টুয়েন্টি এইট সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে কয়লা, তেল ও গ্যাস দূষণের বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে।
এসএ/দীপ্ত নিউজ