১২
পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব।
মঙ্গলবার ( ১৮ এপ্রিল) বিকাল চারটায় শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে তিনদিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী–০৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান। কুয়াকাটা রাখাইন পাড়ার মাতব্বর উচান চিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মীনি ফাতেমা আক্তার রেখা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও মহিপুর থানার ওসি আবুল খায়ের।
শেষে মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে মেরে রাখাইন কিশোর কিশোরীরা জলকেলিতে মেতে উঠেন।
আল/দীপ্ত সংবাদ