‘ডিআরইউ-ওয়ালটন’ মিডিয়া কাপে আনোয়ার হোসেনের হ্যাট্রিকে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডিকে ৪–০ গোলে হারিয়েছে দীপ্ত টিভি।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির মুখুমুখি হয় দীপ্ত টিভি।
খেলা শুরুর ৯ মিনিটের মাথায় মাহমুদ শাওনের পাস থেকে রাইজিং বিডির জালে বল পাঠান দীপ্ত টিভির আনোয়ার হোসেন। ফলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় দীপ্ত টিভি। দ্বিতীয়ার্ধে দীপ্ত টিভির মুহর্মুহু আক্রমণে রাইজিং বিডি দিশেহারা অবস্থায় পরে। তাদেরকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি দীপ্ত টিভি। বরং আবারো রাইজিং বিডির জালে বল পাঠান দীপ্ত টিভির আনোয়ার হোসেন।
সেই গোলের ধাক্কা সামলানোর আগেই মাহমুদুলের গোল ব্যবধান আরো বাড়িয়ে দেয়। এরপর আবারো দৃশ্যপটে হাজির হন আনোয়ার হোসেন। খেলার শেষ মিনিটে দীপ্ত টিভির অধিনায়ক কামরুল হাসানের পাস থেকে রাইজিং বিডির জালে আনোয়ার ঠুকে দেন শেষ পেরেক।
শেষ পর্যন্ত আনোয়ার হোসেনের হ্যাট্রিকে ৪–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দীপ্ত টিভি।
খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন দীপ্ত টিভির আনোয়ার হোসেন। দীপ্ত টিভির কোচ ছিলেন দিলশাদ জাহান এ্যানী ও ম্যানেজার এসএম আকাশ।
আল/ দীপ্ত সংবাদ