হামজার অন্তর্ভুক্তিতে, নতুন রূপ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফুটবলারদের বদলে যাওয়া মানসিকতাকে কাজে লাগিয়ে, হামজাকে জয় উপহার দিতে চান, তপু–সোহেলরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ভারতের শিলংয়ে যাওয়ার আগে এসব কথা বলেন তারা।
নতুন এক লক্ষ্যে আশায় বুক বেঁধে দেশ ছাড়ার প্রস্তুতি বাংলাদেশ ফুটবল দলের। সবার মধ্যমণি হামজা চৌধুরীকে আলাদাভাবেই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করায় বাফুফের কর্তারা।
ভারতের বিপক্ষে অতীতেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এবার একটু অন্যরকম। হামজা দলভুক্ত হওয়ার খবর শুনেই অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত। তাতে সবুজ গালিচায় শেয়ানে শেয়ানে লড়াইয়ের আমেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার, এতো সহজে মানিয়ে নিবেন বাকি সদস্যদের সাথে, সেটা কল্পনা করতে পারেন নি, মিডফিল্ডার সোহেল রানা। দলের মানসিকতারও বিশাল পরিবর্তন এসেছে, আর সেটাই ভারত বধের বড় শক্তি।
ম্যাচের চার দিন বাকি থাকতে ২৪ সদস্যদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা ২৬ সদস্যের দলই নিয়ে গেছেন শিলংয়ে। যদিও ম্যানেজার আমের খান জানান, হামজা বাদে সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলা দলটাই রেখেছেন তারা।
হাসিব/আল