সাফ অনুর্ধ্ব ১৬ টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নেপালকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূণ্য। ম্যাচের ৪৫ মিনিটে বাংলাদেশ একমাত্র জয়সূচক গোল করেন আশিকুর রহমান।
পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা করা হয়। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিলো তারা। স্ট্রাইকারদের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচে সমতা আনতে পারেনি হিমালয়ের দেশটি।
এ‘গ্রুপের দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট তিন। ভারতের তিন আর নেপাল এক ম্যাচে খেলে পয়েন্ট শূন্য। তাই সেমিফাইনালের জন্য লাল–সবুজদের তাকিয়ে থাকতে হচ্ছে ভারত–নেপাল ম্যাচের দিকে।
নেপাল, ভারতকে ১–০ গোলে হারালে নাটকীয়তা তৈরি হবে। তখন তিন দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। তখন কার্ডের ভিত্তিতে দুই দল সেমিফাইনাল খেলবে।
আবার নেপাল ২ গোলের ব্যবধানে জিতলে তখন গোল ব্যবধানে ভারত বাদ পড়তে পারে। নেপাল যদি গোল দিয়ে এক গোলের ব্যবধানে জিতে তাহলে ভারত ও নেপাল সেমিফাইনাল খেলবে।
এসএ/দীপ্ত নিউজ