সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

জয়সওয়ালকে বল ছুঁড়ে জরিমানা গুনলেন সিলেস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার কবলে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

দিল্লিতে চলমান ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন আচরণবিধি ভঙ্গ করেন সিলেস। ভারতের ব্যাটিং ইনিংসের ২৯তম ওভারের প্রথম চার বলে তিন বাউন্ডারি হজম করেন তিনি। পঞ্চম ডেলিভারি জয়সওয়াল সোজা ব্যাটে খেললে বল পান সিলেস। বল নিয়েই ছুঁড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে জয়সওয়ালের প্যাডে।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপদজনক বা অনুপুযুক্তভাবে কোন খেলোয়াড়ের দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।

এজন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে সিলেসকে। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সিলেস। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি নিয়ে আপত্তি তুলেন সিলেস। শুনানিতে সিলেস দাবি করেন রান আউটের জন্য স্টাম্পের দিকে বল ছুঁড়ে মারেন তিনি। এরপর পুরো ঘটনার ভিডিও সিলেসকে দেখান পাইক্রফট। পরবর্তীতে শাস্তি মেনে নিয়েছেন সিলেস।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More