কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির সরকার পতনের ১ দফা কর্মসূচীর পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৮ জুলাই) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে জয়পুরহাট শহরের নতুনহাট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
উক্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বক্তব্য রাখেন। পদযাত্রা কর্মসুচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাতী দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
এ কর্মসুচি চলাকালে আওয়ামীলীগ ও শান্তি সমাবেশের আয়োজন করে। জয়পুরহাট রেলগেট এর পুর্ব পার্শে আওয়ামীলীগ ও পশ্চিম পার্শ্বে বিএনপি কর্মীরা অবস্থান নেয়। বেলা পৌনে ৫ টার দিকে আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন সভা সমাপ্ত ঘোষনা করেন।
এসময় উভয়পক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ ৫ রাউন্ড ফাকা গুলি ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর। ঘটনাস্থলে ৪ পলিশ সদস্য, ১৫ আওয়ামীলীগ কর্মী ও ২৫ বিএনপি কর্মীসহ উভয়পক্ষের অন্ততঃ ৪৫ জন আহত হয়। পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি কর্মীরা চলে যাওয়ার পর আওয়ামীলীগ কর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে হামলা করে অফিসের দরজা জানালা ও সকল আসবাবপত্র ভাংচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল সুত্রে জানা গেছে, কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইফাতের অবস্থা সংকটাপন্ন হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাসুদ রানা/ আল/ দীপ্ত সংবাদ