ভারত থেকে আগত এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪৩ হাজার ইউএস ডলার ও ১০ হাজার ইউরো উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৩ জুন) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অবৈধ ভাবে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা পাচার হবে।
এ তথ্যের ভিত্তিতে দর্শনা চেকপোস্টে ভারত থেকে আসা পাসপোর্ট ধারী যাত্রী ঢাকার যাত্রাবাড়ীর জালাল উদ্দীনের পুত্র তপন শেখের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ট্রলি ব্যাগ ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটক বৈদেশিক মুদ্রা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।
জান্নাতুল/আল/দীপ্ত সংবাদ