আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে সংসদ সদস্য পদে লড়তে চান মো: এসকেন আলী নামে এক গ্রাম পুলিশ। এরইমধ্যে তিনি বুধবার(২২ নভেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কিনেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।
এসকেন আলী লালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
সংসদ সদস্য প্রার্থী গ্রাম পুলিশ এসকেন আলী জানান, ২০ বছর আগে থেকে তিনি স্বপ্ন দেখতেন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট করবেন। স্বপ্নপূরণের জন্য এবার তিনি মনোনয়ন ফর্ম তুলেছেন। নির্বাচনের খরচ যোগাতে তিনি আড়াই লাখ টাকা দিয়ে তার বাড়ির পাশের ১ কাঠা জমি বিক্রি করেছেন। নির্বাচনে অংশ নিতে তার ভালো লাগে। সে কারনে এর আগেও তিনি দুইবার ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করেছিলেন।
স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে এসকেন বলেন, তিনি ২৭ বছর ধরে গ্রাম পুলিশের চাকরি করেন। এসময় বিনা স্বার্থে অনেক মানুষের উপকার করেছেন তিনি। যে কারনে জনগণ তাকেই ভোট দেবেন। এছাড়া নাটোর–১ আসনে মোট ১৫টি ইউনিয়ন পরিষদ আছে সেখানকার গ্রাম পুলিশদের সাথে তার সুসম্পর্ক ও যোগাযোগ রয়েছে। সবাই তার জয়ের জন্য তার হয়ে কাজ করবে বলে জানান তিনি।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমানে তিনি ঢাকায় আছেন।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে রীতিমতো অবাক হয়েছেন তিনি। তার আর্থিক অবস্থা খুবই খারাপ। আগেও সে কয়েক বার মেম্বার ভোট করে অনেক টাকা খরচ করেছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসকেন আলী নামে এক গ্রাম পুলিশ মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র যাচাই–বাছাই করে দেখবেন। আইনবিধি অনুযায়ী কোন মনোনয়ন পত্র ত্রুুটিযুক্ত হলে তা বাতিল হয়ে যাবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ