গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মেয়ের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জালুয়াভিটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সরকার (১০০) উপজেলার জালুয়া ভিটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
অভিযুক্ত মনোয়ার বেগম (৫০) নিহত আব্দুল মান্নান সরকারের দ্বিতীয় সংসারে মেয়ে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের সাথে তার ছেলে ও মেয়েদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় নিহতের দ্বিতীয় সংসারে একমাত্র মেয়ে মনোয়ারা বেগম বৃদ্ধ আব্দুল মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার তৃতীয় সংসারের সন্তানরা গুরুতর আহত অবস্থায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজে নিয়ে যাই। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রথম সংসারে বড় ছেলে নাছির উদ্দিন অভিযোগ, জমি নিয়ে বিরোধের জন্য তার সৎ বোন মনোয়ার বেগম বাবাকে পিটিয়ে হত্যা করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, পারিবারিক কলহের কারণে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।
আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ