ব্যাপক আয়োজনে লিওনেল মেসিকে বরণ করে নিলো– যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। রবিবার (১৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় আর্জেন্টাইন তারকাকে স্বাগত জানাতে ভক্তদের ঢল নামে।
অনুষ্ঠানের নাম ‘দ্য আনভেইল‘ বা উন্মোচন। জমকালো এই আয়োজনের উদ্দেশ্য– লিওনেল মেসিকে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া।
এ লক্ষ্যে ইন্টার মিয়ামির অস্থায়ী ডেরা ডিআরভি পি এন কে স্টেডিয়াম প্রস্তুত করা হয়। কিন্তু শেষ সময়ে বাগড়া দেয় বৃষ্টি। তাতে অবশ্য থামেনি ফ্লোরিডাবাসীর ঢল। প্রায় এক ঘন্টার বৃষ্টি ও বজ্রপাতের পর, দর্শকদের অনুমতি মেলে ২০ হাজার আসনের এই স্টেডিয়ামে প্রবেশের। সন্ধ্যা সাড়ে ছ‘টার অনুষ্ঠান শুরু হয় দুই ঘন্টা পর। উপস্থিত ছিলেন– ইন্টার মিয়ামির তিন মালিক।
লিওনেল মেসিকে তার ১০ নম্বর জার্সি তুলে দেন ডেভিড বেকহ্যাম, যার হাত ধরে আর্জেন্টাইন তারকা মিয়ামিতে যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ১৫ দলের মধ্যে মিয়ামির অবস্থান সবার নিচে। তারপরও মেসি আশ্বস্ত করলেন– ভালো কিছু হবে।
এসময় মেসি বলেন ‘সব সময়ের মতো আমি প্রতিদ্বন্দ্বিতা করার তাড়না বোধ করছি। সত্যি, আমি সব সময়ের মতো জিততে এবং মিয়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।‘
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সী এই তারকা ইন্টার মিয়ামিকে কতটা উচ্চতায় নিতে পারেন, তা এখন দেখার অপেক্ষা।
আল/ দীপ্ত সংবাদ