ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিনা বিচারে কারাবন্দীর এক বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক–শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালে হাসান নকিব, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরসহ নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশনের, ছাত্র অধিকার পরিশোধের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষক–শিক্ষার্থীরা বলেন, বাক স্বাধীনতা বলে আমাদের যে একটি সাংবিধানিক অধিকার রয়েছে, সেটার সুফল আমরা আজ কোথায় পাচ্ছি? দেশে যদি বাকস্বাধীনতা থাকতো তাহলে খাদিজাকে বিনা বিচারে এক বছর কারাগারে থাকতে হতো না। আমরা দ্রুত খাদিজার মুক্তি চাই, ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানাচ্ছি।
এসএ/দীপ্ত নিউজ