জন্মের এক মাস পর জনসম্মুখে আনা হলো জো বাইডেন ও জয়া দম্পতির এই তিন কন্যা সন্তানকে। নাম রাখা হয়েছে– প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী। চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন ৩ বাঘ শাবক।
সোমবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন আকর্ষণ এই বাঘ শাবকগুলোক প্রথমবার কোলে নিয়ে তাঁদের নামকরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে গত ২৩ ফেব্রুয়ারি জন্ম নেয় চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন অতিথি ৩ বাঘ শাবক। এক মাস নিবিড় পরিচর্যায় রাখার পর নামকরণ উপলক্ষে প্রথমবারের মতন তাদের জনসম্মুখে আনা হয়।
এক মাস আগে জন্ম নিলেও এতদিন নির্ধারিত হয়নি নাম কিংবা লিঙ্গ। আজ তা করা হলো। তিন শাবকই কন্যা। চট্টগ্রামের জেলা প্রশাসকের কোলে শিশুদের সরলতা ও উচ্ছলতায় মায়া ছড়ায় তারা। রাখা হয় নাম।
এখন থেকে বাবা জো বাইডেন আর মা জয়ার সাথেই বড় হবে তিন কন্যা সন্তান। পুরোপুরি সুস্থ রয়েছে তিন বাঘ শাবকই।
এই তিন বাঘ শাবক সহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়ালো ১৭ টিতে। বর্তমানে মায়ের সাথে থাকলেও আরও ১৫ দিন পর রমজানের ঈদে দর্শনার্থীদের জন্য বাঘ শাবকগুলো উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কতৃপক্ষ।
আল / দীপ্ত সংবাদ