জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না।
শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লায় পথসভায় এসব বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে। তাই সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না। দেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করা যাচ্ছে অভিযোগ করে সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করেন জামায়াতের আমির। অন্যথায় জনগণই ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেন তিনি।
তিনিনির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা– মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এ ক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।’
প্রসঙ্গত, ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন জামায়াত আমির। পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভাটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান। বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না।