বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের পরিণতি হবে: তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৩১ দফা শুধু বিএনপির নয়, এটা সব দলের উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রাখতে চাচ্ছে। এই আস্থা নষ্টের জন্য কেউ যদি কাজ করে, তাকে দলে রাখা সম্ভব হবে না। জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একটি রাজনৈতিক অধিকার, আরেকটি সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। জনগণের সঙ্গে নেতাকর্মীর সম্পৃক্ততা বাড়াতে হবে। এ জন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।

নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, বিএনপি দলটি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা খালেদা জিয়ার নয়, অথবা একক কোনো ব্যক্তির নয়। দলটি আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নিয়ে। সামনে একটি নির্বাচন আমাদের পার হতে হবে। তার আগ পর্যন্ত আপনাদের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কানে পৌঁছে দিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, তাদের নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারণ, আমরা সবাই বাংলাদেশি।

খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে, সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এবং বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালা আয়োজন করা হয়। এ কর্মশালায় একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। কর্মশালায় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More