যত চক্রান্ত–ষড়যন্ত্রই করুক, বিএনপি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ মার্চ) রাজধানীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
বিএনপির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার যত কাজই করুক, বিএনপির চরিত্র হলো জনগণের কাছে হেয় করা। জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে জানান তিনি।
জাতির পিতার জীবনের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করেন জিয়া। প্রচুর অবৈধ অর্থের মালিক হন।
এসময় প্রধানমন্ত্রী রমজানে নিত্যপণ্য মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখার নির্দেশ দেন সরকার প্রধান।
উন্নত–সমৃদ্ধ দেশ গঠনের গতিকে কোন অপশক্তিই স্তব্ধ করতে পারবে না বলে প্রত্যয় জানান বঙ্গবন্ধু কন্যা।
আফ/দীপ্ত সংবাদ