মানিকগঞ্জের সদর উপজেলায় ছেলের বিরুদ্ধে বাবার করা অভিযোগের তদন্তে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন তার নিজ সন্তানের নামে ভরণপোষণ না দেয়া এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য ওইদিন বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং দুই কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার পরিবার মারধর করে ওই তিন পুলিশ সদস্যকে।
বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশের আরও সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে পুলিশ।
এ সময় আহত তিন পুলিশ সদস্যকে জরুরি চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এবং পরিবারের কাছে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। অভিযুক্ত এবং তার ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
জাহিদুল হক/অভি/এজে/দীপ্ত সংবাদ