ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। খুব অল্প বয়সে মা হওয়ায় ছেলে অভিমন্যুর (ঝিনুক) সঙ্গেই যেন বেড়ে উঠেছেন এই অভিনেত্রী। পুত্রের সঙ্গে শ্রাবন্তীর বয়সের ব্যবধান মাত্র ১৬ বছর। মা–ছেলের বোঝাপড়াটাও বন্ধুর মতো। ঝিনুকের বন্ধুরাও তাকে আন্টির বদলে দিদি ডাকে।
সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা, ব্যক্তিগত জীবনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর ভাষ্যে, ছেলের সঙ্গে তার সম্পর্ক মা–ছেলের চেয়ে বন্ধুর মতো। মাত্র ১৬ বছরের পার্থক্যের কারণে ছেলের বন্ধুরাও তাঁকে ‘আন্টি’ নয়, বরং ‘দিদি’ বলেই সম্বোধন করে। তিনি বলেন, নতুন কোনো চিত্রনাট্য হাতে এলেই প্রথমে আমি ছেলেকেই শোনাই। এমনকি ‘দেবী চৌধুরাণী’র গল্পও ও–ই প্রথম শুনেছিল। ছেলের বন্ধুরাও আমার বন্ধু, দু–একজন ছাড়া আর কেউ আমাকে আন্টি বলে না, সবার কাছে আমি দিদি।
অল্প বয়সে মা হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬ বছর বয়সে মা হওয়া খুবই তাড়াহুড়া ছিল। তবে এর সুবিধাও আছে। সন্তানের পাঁচ বছর পর আবার মাত্র ২১ বছর বয়সেই অভিনয়ে ফিরতে পেরেছি।
নতুন প্রজন্মের প্রসঙ্গেও মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, ছেলে এবং তার বন্ধুদের সঙ্গে মিশে বুঝেছেন, তরুণ প্রজন্ম নারী–পুরুষ সমান অধিকার নিয়ে অনেক সচেতন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বাড়াবাড়িকে তিনি আশঙ্কাজনক বলেই মনে করেন। নতুনদের উদ্দেশে শ্রাবন্তীর পরামর্শ, প্রথম কাজ সফল না হলেও পরের কাজ আরও ভালো করার দিকে মনোযোগী হতে হবে।
শ্রাবন্তীর মতে, প্রত্যেক নারীর মধ্যেই কিছুটা ‘দেবী চৌধুরাণী’ আছে, আর জীবনের কঠিন পরিস্থিতিই সেই রূপটিকে প্রকাশ করে। এক দশক পর পূজায় তাঁর নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যা ভক্তদের কাছে কেবলই একটি ছবির প্রত্যাবর্তন নয়, বরং তাঁর ব্যক্তিগত লড়াই ও শিল্পীজীবনের প্রতিফলন।