ঈদ ও পহেলা বৈশাখের টানা ৫ দিনের ছুটি শেষে ট্রেন ও বাসে ঢাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সোমবার (১৫ এপ্রিল) সকাল দশটায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়, উত্তরবঙ্গ থেকে আসা একতা এক্সপ্রেস। ঈদযাত্রার মতোই যাত্রীদের বেশ চাপ ছিল এই ট্রেনে।
এবার সড়কপথে ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন প্রবেশপথ দিয়ে অনেকটাই নির্বিঘ্নে নগরীতে ফিরছেন মানুষ। তবে বেশি ভাড়া নেওযার অভিযোগ করেছেন, কেউ কেউ।
গাড়ির চাপ বাড়ায়, ঢাকায় ঢুকতে কিছুটা যানজটে পড়তে হয় যাত্রীদের। এছাড়া, ঈদযাত্রার মতই ফিরতি যাত্রাও স্বস্তির বলছেন যাত্রীরা।
কর্মজীবীদের অনেকে আবার ঢাকা ছাড়ছেন। ঈদে ছুটি না পাওয়ায়, এখন যাচ্ছেন প্রিয়জনের কাছে। আর জীবন–জীবিকার তাগিদে যারা নগরীতে ফিরছেন, তারা ফেলে এসেছেন, মায়া।
এসএ/দীপ্ত সংবাদ