শুক্রবারের সকালকে বলা যায় শিশুপ্রহর। ছুটির দিন হওয়ায় শিশুরা বইমেলার পুরোটাই মাতিয়ে রাখে। বইমেলা যেন এক উৎসবপুরীতে রুপ নেয়। যেখানে রাজত্ব শিশু–কিশোরদের।
বেলা ১১টায় মেলার দুয়ার খোলার সাথে সাথে ভরে যায় শিশুচত্বর। বরাবরের মতো সিসিমপুর ঘিরে উচ্ছ্বাসে মাতে শিশু–কিশোররা। বিভিন্ন কার্টুন চরিত্রের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক কথা তাদের সামনে তুলে ধরা হয়। কেউ আসে বইয়ের খোঁজে, কেউ আসে সিসিমপুরে মেতে উঠতে।
মাদারীপুর থেকে শিক্ষা সফরে এসেছেন শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ অমর একুশে গ্রন্থমেলাকে বেছে নিয়েছেন শিক্ষা সফরের অংশ হিসেবে।
মেলায় পাঠকদের ভীড় আশা জাগাচ্ছে প্রকাশকদের। মাসব্যাপী বইমেলার সময় পেরিয়েছে অর্ধেকের বেশি। এখন পর্যন্ত এক হাজার সাতশো বেশি বই প্রকাশিত হয়েছে। যার বড় একটি অংশ জুড়ে আছে শিশু–কিশোর সাহিত্য।
অনু/দীপ্ত