ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা একাডেমির গেইটের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার কসবা উপজেলার সামছুল হকের ছেলে কফিল উদ্দিন (৩০), জেবল হকের ছেলে সুমন (২০), মফিজ মিয়ার ছেলে সেলিম (৩০), চন্দ্রগঞ্জ উপজেলার সফিক উল্লাহর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮) ।
পুলিশ জানায়, শিল্পকলা একাডেমির গেইটের সামনে ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এ গোপন সংবাদ পেয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হায়াত উল্লাহ ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে। তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা এর আগেও চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হায়াত উল্লাহ জানান, প্রাথমিক তথ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের দুটি গ্রুপ রয়েছে। এ গ্রুপের বাকী সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এসএ/দীপ্ত নিউজ