সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার সিএন্ডবি পয়েন্টে এক শিক্ষার্থী ছিনতাইকারী আঘাতে আহত হওয়ার প্রতিবাদে ও কয়েকটি দাবিতে ঘন্টাব্যাপী ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রধান গেটর সামনে আরিচাগামী লেন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা পরে রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়৷
শিক্ষার্থীদের দাবি গুলো হলো: ঢাকা–আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সার্বক্ষনিক পুলিশ মোতায়েন, রাস্তায় বৈদ্যুতিক বাতি থাকা ও সিসিটিভি ক্যামেরা সংযোগ।
আহত শিক্ষার্থী শান্ত চন্দ্র শীল দর্শন বিভাগের চতুর্থ পর্বের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী।
আহত শিক্ষার্থী জানায়, সন্ধ্যা ৬টার দিকে বন্ধুসহ সাভার থেকে রিক্সাযোগে বিশ্ববিদ্যালয়ে তিনি আসছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়র মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় পৌছালে মুখ বাঁধা অবস্থায় তিনজন ব্যক্তি রিকশা আটক করে তার হাতে কোপ মারে। পরে হাত উঁচু করলে শুধু আঙুল কেটে যায়। এসময় তার হাতে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানায়, ঘটনাস্থলে এসে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি সমাধান ও যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
এম এ হালিম/এমি/দীপ্ত নিউজ