কুড়িগ্রামের দাসিয়ার ছড়া বিলুপ্ত ছিটমহলে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের ৮ বছর পুর্তি পালিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে দাসিয়ার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৮টি মোমবাতি জালিয়ে ছিট বিনিময়ের এ দিনটিকে স্মরণ করেন বিলুপ্ত ছিটবাসী।
২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল স্ব স্ব দেশের সাথে একিভুত হয়। ১৯৭৪ সালে ইন্দিরা–মুজিব চুক্তির আলোকে এ ছিট বিনিময় করা হয়। ২০১১ সালে ঢাকায় হাসিনা–মনমোহন প্রটোকল স্বাক্ষরিত করেন।
বাংলাদেশ পায় ১১১টি ছিট মহলের ১৭ হাজার ২শ ৫৮ একর জমি এবং ভারত পায় ৫১টি ছিট মহলের ৭ হাজার ১১০ একর জমি। বিনিময়ের মাত্র ৮ বছরে কুড়িগ্রাম, লালমনিরহাট, গড়সহ কয়েকটি জেলায় থাকা সিটমহলগুলোতে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি ও চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টারসহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা।
ছিট বিনিময়ের আনন্দ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন। পরে স্থানীয় শিল্পীরা মনো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
শায়লা/ দীপ্ত নিউজ