১৭
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ছারছীনা দরবার শরীফের ঢাকাস্থ বনানী খানকায় নেছারিয়া ছালেহিয়ায় ছারছীনা দরবার শরীফে দুজন সৌজন্য সাক্ষাত ও দোয়া নেয়ার উদ্দেশ্যে বসেন।
সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বেশ কয়েকবার ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন ও দোয়া নিয়েছেন। এখানে কোনও রাজনীতি নেই। আমিও হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি ও দোয়া নিতে এসেছি, এতটুকুই।